সময় জার্নাল প্রতিবেদক:
বিশ্ব মা দিবস উপলক্ষে দেশের বারোজন ‘স্বপ্নজয়ী’ মাকে বিশেষ সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদফতর।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদফতর মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রণালয়ের সচিব ডা: মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন।
যে সংগ্রামী মা অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন এ রকম ১২ মাকে এ সম্মাননা জানানো হয়।
তারা হলেন, মনজুরা বেগম, লুৎফুন্নেসা, মাজেদা বেগম , নারগীস সুলতানা, আমিনা হক, মিসেস সেলিনা বেগম, আজমিনা বেগম,মোসাঃ হাজেরা বেগম, রাজিয়া সুলতানা, হালিমা বেগম, মোসা: মমতাজ বেগম, অপর্ণা চৌধুরী।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বপ্নজয়ী মা রাজশাহীর আমেনা হক বলেন, প্রধানমন্ত্রী সফল নারী বলেই তিনি সফল নারীদের সম্মাননা প্রদান করেন। এরপর স্বামীহারা আমেনা হক যেভাবে তার চার মেয়েকে সফল করেছেন তার সে স্বপ্নব পূরণের গল্প বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রণালয়ের সচিব ডা: মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার
বলেন, এখানের অনেক মা আমার মায়ের বয়সী, আমি তাদের মধ্যে দিয়ে আমার মাকে দেখছি। তিনি বলেন, বাংলাদেশে এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে আর পরিবর্তন যিনি করেছেন তিনি হলেন জাতির পিতা।
সচিব বলেন, আজকের মেডিকেল কলেজে ৭০% পড়ে মেয়েরা, প্রাথমিক শিক্ষায় লিড দিচ্ছে নারীরা। ভবিষ্যতে হাইস্কুলে ও দিবে। এইযে পরিবর্তন তা এমনিতেই হয়নি। জাতির পিতা স্বপ্ন দেখেছেন, বাস্তবায়ন করেছেন ও সংবিধানে নিশ্চয়তা দিয়েছেন।
বিশ্ব মা দিবস উপলক্ষে স্বপ্নজয়ী মা বাছাই করতে সংবাদপত্রে বিজ্ঞাপন এবং মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইটে আবেদন আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদন থেকে সফল ১২ জনকে স্বপ্নজয়ী মা হিসেবে বাছাই করা হয়।
এমআই