।। আমরা তো স্বাধীন এই স্বদেশ ভূমিতে ।।
--আশরাফুল ইসলাম
=========================
অনিশ্চিত এক ভবিষ্যত নিয়ে আমি দাঁড়িয়ে
আছি প্রিয় শাহবাগ; হাসপাতালের বারান্দায়
চারিদিকে এ কিসের অশনি সংকেত; ধংসের আওয়াজ
প্রতিনিয়ত হাজারো নারী-পুরুষে ভরে উঠছে কানায় কানায়
প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল; দেখছি অসহায়
আত্মসমর্পণ সম্মুখ যোদ্ধার।
আমারই সামনে দাড়ানো ঐতিহাসিক
সোহরাওয়ার্দী উদ্যান একদা রেসকোর্স ময়দান
আলো-অাধাঁরির মধ্যরাতে কেবলই নীরব সুনসান
থেমে গেছে যেন জীবনের সব কোলাহল।
যদিও এখনও কান পেতে শুনি সেই বজ্রকন্ঠের নিনাদ আওয়াজ
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদেের স্বাধীনতার সংগ্রাম"।
কিন্ত মুক্তির বদলে এ কিসের পরাধীনতা, এ কিসের শৃঙ্খল আমার
চারিদিকে কোন প্রাণ নেই, আলোর ঝলকানি নেই
আতসবাজির রোশনা নেই, উত্তাল মার্চেও নেই
আনন্দ উচ্ছ্বাসের সেই বাঁধভাঙা জোয়ার
শতবর্ষ আর সুবর্ণজয়ন্তীর উৎসবও আজ বড় ম্রিয়মান।
এরই মাঝে এ কোন দুর্বৃত্তের খেলায়
ব্রাক্ষণবাড়িয়া হাটহাজারী হলো মহাশ্মশান।
মুক্ত বাক স্বাধীনতার চর্চায় কিশোর কাজলরা
কেন জেলে যায়; মোশতাকেরা প্রাণ হারায়।
একে অপরের দোষারোপে অনাকাঙ্খিত মৃত্যু
কেন বারবার হাতছানি দেয় প্রিয় এ উপত্যকায়
অথচ আমরা তো স্বাধীন এই স্বদেশ ভূমিতে
তাহলে ওরা কারা; সুযোগ পেলেই যারা মেতে
ওঠে ঘুষ দুর্নীতি আর ঘৃণিত পৈশাচিকতায় ???
আনন্দনগর, ঢাকাঃ ৩১ মার্চ, মধ্যরাত-২০২১।