সময় জার্নাল প্রতিবেদক :
বিশিষ্ট গাইনী অনকোলজিস্ট ডা. খুরশীদ জাহান মাওলা আর নেই। রোববার বিকেল সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের প্রথম গাইনী অনকোলজি বিশেষজ্ঞ ছিলেন ডা. খুরশীদ জাহান মাওলা। তিনি ইউরো-অনকোলজির পথিকৃত অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালামের স্ত্রী।
ডা. খুরশীদ জাহান মাওলার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.হাবিবুল্লাহ তালুকদার রাসকীন।
সময়জার্নাল/ইএইচ