শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মৌসুমের শুরু-শেষ ও বৃষ্টি, চালের দাম কিছুটা বাড়তি

বুধবার, মে ১৮, ২০২২
মৌসুমের শুরু-শেষ ও বৃষ্টি, চালের দাম কিছুটা বাড়তি

নিজস্ব প্রতিনিধি: মৌসুমের শুরু ও শেষের সন্ধিক্ষণ এবং টানা বৃষ্টির কারণে চালের দাম কিছুটা বাড়তি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বছরের শেষ ও শুরুর সন্ধিক্ষণ। অটোরাইস মিল মালিকরা ধান কিনছেন। তারা উৎপাদনে যাননি। হাসকিং মিলওয়ালারা বৃষ্টির জন্য যে ধান দুদিনে শুকাতো সেটা ৫-৭ দিন লাগছে। তবে চিন্তার কিছু নেই। শিগগির দাম সহনীয় হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, চালের জোগান কম নেই। কোনোভাবেই দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল