দেব প্রসাদ ত্রিপুরা :
খাগড়াছড়িতে বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২২ উপলক্ষে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮মে " সবার জন্য দীর্ঘ জীবন" এ লক্ষ্যে সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় প্রধান অতিথি বলেন," অন্যান্য সেক্টরের ন্যায় স্বাস্থ্যখাতেও অনেক এগিয়েছে দেশ। জেলার শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে প্রয়োজনীয় সকল ক্ষেত্রে জেলা পরিষদ আন্তরিকভাবে সহযোগিতা করবে।"
কর্মশালায় ডা: উৎপল চাকমা'র উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়- ১৯৭৯ ইং সালে শুরু হওয়া টিকাদান কার্যক্রমে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে । দেশে মোট দশটি রোগের টিকা দেওয়া হয় । খাগড়াছড়ি জেলায় কোভিড-১৯ টিকার ১ম ডোজ ৭০ এবং ২য় ডোজ ৬০ শতাংশের বেশি মানুষের মধ্যে প্রয়োগ সম্পন্ন হয়েছে।
টিকাদান কর্মসূচির সুফলে সারাবিশ্ব হতে গুটিবসন্ত নির্মূল হয়েছে এবং ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বাংলাদেশ পোলিও মুক্ত সার্টিফিকেট অর্জন করেছে। জনবল সংকট এবং দুর্গম যোগাযোগ ব্যবস্থা জেলার শতভাগ মানুষকে টিকাদানে প্রধান অন্তরায় বলেও উল্লেখ করা হয় কর্মশালায়।
কর্মশালার সভাপতি সিভিল সার্জন ডাঃ মো: সাবের, টিকাদান কর্মসূচির শতভাগ কাভারেজের জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার জন্য অনুরোধ করেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন প্রমুখ।
সময় জার্নাল/এলআর