‘‘লকডাউন’’
অফিস খোলা? কারখানাও?
বন্ধ দিলা কিসে?
হাফ বেলা ব্যাংক চলবে!
পাচ্ছিনাতো দিশে।
বাস চলেনা বন্ধ ট্রেন-
বিমান জাহাজ সব,
বইমেলাতে নাই করোনা
উঠছে এমন রব।
খেলার মাঠে চলবে খেলা
অফিস অর্ধজনায়,
কোন বা পথে চলছে দেশ
সরব আলোচনায়।
পড়া বন্ধ, পাঠশালাটাও
বিদ্যা বেচাও বন্ধ,
এমনভাবে চলতে থাকলে
চোখ থাকিতেও অন্ধ।
কবি পরিচিতি : মুহাম্মদ সামসুজ্জামান ১৯৭১ সালের ২৫ আগস্ট বুধবার সকাল ৯ টায় টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সেওয়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করেন। বর্তমান কর্মস্থল রাজধানী ধানমন্ডির ‘কাকলি হাই স্কুল এন্ড কলেজ’। এখানে তিনি শিক্ষকতা করেন। সাহিত্যের সাথে নিজেকে অনেক আগেই জড়িয়েছেন। ৯০ এর দশকে কল্পক সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আমরন সাহিত্য চর্চা করার ইচ্ছা পোষণ করেন।
সময় জার্নাল/ইএইচ