সময় জার্নাল ডেস্ক:
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়। এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) কামরুল হাসানকে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।
বৃহস্পতিবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিবকে এম আল আমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সোহেলা আক্তারকে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।
এমআই