শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২, বালক (অনুর্ধ ১৭) চুড়ান্ত খেলায় খেলা হয়েছে। খেলায় ১-১ গোলে ড্রো হলে ট্রাইবেকারে ৫-৩ গোলে সিন্দুর্নাকে হাড়িয়ে টংভাঙ্গা বিজয়ী হন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি।
এছারাও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম, হাতীবান্ধা থানার অফিসার ইনর্চাজ (ওসি) এরশাদুল আলম, হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন, পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান শ্যামল সিদ্দিক, সিন্দূর্না ইউনিয়ন চেয়ারম্যান খতিব উদ্দিন।
সময় জার্নাল/এলআর