ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিক্ষক ও মোটর সাইকেলের ধাক্কায় আহত অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নাটোর -বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় স্কুলে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো এক স্কুল শিক্ষকের। নিহত আয়ুব আলী (৩২) চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের হাজী আকবর আলীর পুত্র। এদিকে মোটর সাইকেলের ধাক্কায় আহত নলডাঙ্গার মদনহাট পাবনা পাড়ার মোকছেদ আলী চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল আয়ুব আলী। পথে চৌগ্রাম এলাকায় বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়ে আয়ুবের মোটর সাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে দুমড়ে মুচড়ে যায় তার মোটর সাইকেল। ঘটনাস্থলেই মারা যায় শিক্ষক আয়ুব।
এদিকে নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুর কাছে হেরে গেলেন মোকছেদ কেরানি। মোকছেদ কেরানি (৭৫) নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনা পাড়া এলাকার মৃত ঝড়–র ছেলে।
এলাকাবাসী জানায়, গত ৯ মে বিকালে তেলকুপি ঘাটের পূর্ব পাশে মোটরসাইকেলের সাথে পথযাত্রী মোকসেদ কেরানি ধাক্কা লেগে পাকা রাস্তার উপর পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর ও পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে সে মারা যায়।
সময় জার্নাল/এলআর