ফয়সল আহমদ, সিলেট প্রতিনিধি:
আজ ২৩ শে মে বিকেল সাড়ে ৫টা নাগাদ সিলেট নগরের চৌহাট্টা মোরে সিলেটে জেলা ও মহানগরী ছাত্রদলের এবং সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ এর মিছিল মুখোমুখি হলে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ধাওয়া পালটা ধাওয়া।
এতে করে আশ পাশের এলাকার আতংক ছড়িয়ে পরে। মানুষ তখন দোকান কোঠা বন্ধ করে দিক বিদিক ছুটোছুটি করতে থাকে। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা পিছু হটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার কেম্পাসের ভিতরে চলে যায় এবং ছাত্রলীগের কর্মীরা মাদ্রাসার প্রবেশ মুখে ব্যপক ভাংচুর করে সেখানে ঢুকে করে ছাত্রদলের কর্মীদের উপর আক্রমন করে।
সাংবাদিক রা সেই মুহুর্তের ছবি চিত্র ধারন করতে গেলে ছাত্রলীগ কর্মীরা তাদের উপর চড়াও হয়ে লাঠি রড দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে করে গুরুতর আহত হন সিলেট ইমজার সভাপতি ও চ্যানেল এস এর বুরো প্রধান জনাব মইন উদ্দিন মনজু। সংঘর্ষে সাংবাদিক,ক্যামেরাম্যান সহ আহত ১০ এর অধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট এম এ জি উসমানি হাস্পাতালে তাঁর চিকিৎসা চলছিলো।
সময় জার্নাল/এলআর