স্পোর্টস ডেস্ক:
মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। ২৯১ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। আজ (মঙ্গলবার) সকালে সত্যিই যেন বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। সকালে দ্রুতই ফিরে গেছেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস (১৪১), তার দুই বল পরেই প্যাভিলিয়নের পথ ধরেছেন প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতও।
রমেশ মেন্ডিসের লেগ স্টাম্প লাইনের বলকে স্কয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে দুই রান নিয়ে ব্যাট তুলে অভিবাদন জানিয়েছেন মুশফিক। ২৯১ বলে ১৯ চারের সাহায্যে দেড়শ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আগের দিন লিটনকে সঙ্গে নিয়ে ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ইনিংসের হাল ধরেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। ষষ্ঠ উইকেটে রেকর্ড ২৭২ রানের জুটি গড়ে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন তারা দুজন। সকালে ব্যক্তিগত ১৪১ রানে লিটন ফিরে গেলেও মুশফিক এখনো ক্রিজে অবিচল। তাইজুলকে সঙ্গে নিয়ে সচল রেখেছেন রানের চাকা।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৯ রান তুলেছে বাংলাদেশ। ১৫১ রানে অপরাজিত আছেন মুশফিক, তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম (৯*)।
এমআই