শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে মাকেজ আলী (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন আহত হন।
আজ রোববার (২৯ মে) সকালে ঢাকা-বুড়িমারী মহাসড়কের উপজেলার কাকিনা চাপারতল এলাকার আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মাকেজ আলী বগুড়া জেলার শেরপুর মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে বিশ্রাম দেয়।
বুড়িমারী থেকে পাথর বোঝাই একটি ট্রাক ওই ফিলিং স্টেশন এলাকায় দাঁড়িয়ে ট্রাকের লোকজন ঘুমাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী গামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সামনে থেকে ধাক্কা দেয়।
এতে ঘুমন্ত ট্রাকের চালক মাকেজ আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন উভয় ট্রাকের ৩ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/এলআর