স্পোর্টস ডেস্ক:
১৫তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল মাঠে গড়াচ্ছে কিছুক্ষণ পর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি আইপিএলের প্রথম আসরের শিরোপাজয়ী রাজস্থান রয়্যালস এবং অভিষেকেই বাজিমাতের অপেক্ষায় থাকা গুজরাট টাইটানস। ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
আইপিএলের প্রথম আসরে সবাইকে চমকে দিয়ে শিরোপা জয়ের পর আর ফাইনালে উঠতে পারেনি রাজস্থান। ১৪ বছর পর ফাইনালের দেখা পাওয়া দলটি এবার আসরজুড়েই দারুণ পারফর্ম করেছে। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে উঠেছিল তারা। প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে ফাইনালের প্রতিপক্ষ গুজরাটের কাছে হেরেছিল দলটি। তবে এলিমিনেটরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছিল স্যামসনের দল।
গত মার্চে হঠাৎ সম্ভাব্য হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন রাজস্থানকে একমাত্র আইপিএল শিরোপা জেতানোর কারিগর অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। শিরোপা জয়ের মাধ্যমে তার স্মৃতিকে আবারও ফিরিয়ে আনা দলটির জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে।
অপরদিকে প্রথমবার আইপিএলে এসেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে গুজরাট টাইটানস। টুর্নামেন্ট শুরুর আগে তাদের নিয়ে ক্রিকেট পণ্ডিতদের প্রত্যাশা বেশি ছিল না। তবে এখন পর্যন্ত নিঃসন্দেহে এবারের আসরের সেরা দলের তকমা দাবি করতে পারে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে এসেছিল গুজরাট। আজ ঘরের মাঠে এক লাখ দর্শকের সামনে শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ রয়েছে হার্দিক পান্ডিয়াদের সামনে। দেখা যাক, তারা এই সুযোগ লুফে নিতে পারেন কিনা!
গুজরাট টাইটানস একাদশ
শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ম্যাথিউ ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর সাই কিশোর, যশ দয়াল, লকি ফার্গুসন, মোহাম্মদ শামি।
রাজস্থান রয়্যালস একাদশ
যশস্বী জয়সোয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদূত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাকয়, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।
এমআই