এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে
বুধবার সকালে ফরিদপুর জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব নুরুল্লাহ মোহাম্মদ আহসানের সভাপতিত্বে "পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের টেকসই দুগ্ধ শিল্প" শীর্ষক ব্যানারে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ড. মোঃ হযরত আলী, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ তৌহিদুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে ও সিদ্ধান্তে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল জেলার মৎস্য, কৃষি এবং প্রাণীসম্পদ অধিদপ্তরের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে । বক্তারা আগামীতে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
এমআই