এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ ২নং পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট উপস্থাপন ও সঞ্চালনা করেন ইউপি সচিব গৌতম বসু।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মোমেনা বেগম, রোজিনা খানম, মোসাঃ হাফিজা খানম, ইউপি সদস্য শেখ আ. সোবাহান, মশিউর রহমান, শাহীন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার, মো. লতিফ হাওলাদার, পারভেজ হাওলাদার, মো. বেল্লাল আকন, শামীমুল হাসান শামীম, খলিলুর রহমান খানসহ পরিষদবর্গ ও এলাকার জনসাধারণ।
২ কোটি ৭৪ লাখ, ৫৩ হাজার, ৩৬৪ টাকা এ বাজেট সভায় ঘোষণা করেন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার।
এমআই