আসিফ আহনাফ : আপনি আগাতে চাইবেন, কিছু লোক তাতেই কটু কথা বলবে, ফেসবুক কি ব্যাবসা করার জায়গা, আগাছা হয়ে কয়দিন।ই-কমার্স করতে হলে নিজের ওয়েবসাইট করতে হবে।
এবার তাহলে একটু যুক্তিতে আসি। পৃথিবীর কতগুলো ই-কমার্স সাইটের নাম আপনি বলতে পারবেন? হাতে গুনে ৮-১০ টা।
এরা হচ্ছে মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম। এই সাইট গুলোতে লাখ লাখ কোটি কোটি উদ্যোক্তা ব্যবসা করেন। তাদের নিজেদের ওয়েবসাইট থাকলেও বিভিন্ন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম থেকেই সব থেকে বেশি সেলস তৈরি হয়।
কিন্তু ফেসবুক তো আর ব্যাবসার জায়গা নয়!
এটাও একটি ভুল ধারণা। পৃথিবী সৃষ্টি থেকেই মানুষ বেঁচে থাকার খাতিরে যেমন সামাজিক হয়েছে, তেমনি সেখান থেকে ব্যাবসা ও হয়েছে। ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া, তাই ব্যাক্তি সম্পর্কের বাহিরে এখানে ব্যাবসা হোক সেটাও ফেসবুকের উদ্দেশ্য। এবং ফেসবুক ও এখন উদ্যোক্তাদের সুবিধার্থে পরিপূর্ন মার্কেটপ্লেস তৈরি করছে।
এখানে যুক্ত হয়েছে শপ অপশন, আস্তে আস্তে অনলাইনেই পেমেন্ট করা যাবে ফেসবুক থেকে, অর্থাৎ এফ কমার্স কে জনপ্রিয় করতে যা যা প্রয়োজন সবই ফেসবুক করছে।
কিন্তু তুমি তো পরগাছা, কালকে ফেসবুক বন্ধ হয়ে গেলে কি করবে?
পৃথিবীর যেকোন বড় বড় ই কমার্স যেমন আলিবাবা, আমাজন এগুলো ও যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে, তবুও এই সব প্লাটফর্মে কিন্তু কোটি কোটি লোক ব্যবসা করছে। তাই অন্য মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম এ ব্যাবসা করা খারাপ কিছু না, বরং আপনি যেটা পারছেন, সেটা সে পারছে না বলেই সমালোচনা করছে।
আপনি নিজ গতিতে এগিয়ে যান, পাশাপাশি নিজের ব্যাবসার ভালোর জন্য যা যা জানা এবং দক্ষতা প্রয়োজন সেগুলোও শিখে ফেলুন।
ই-কমার্স দিবসের অগ্রিম শুভেচ্ছা।
লেখক : প্রতিষ্ঠাতা ও পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স), ই-ক্যাব।