নিজস্ব প্রতিনিধি: কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। এ সময় দমকা বাতাসও বয়ে যায়।
আবহাওয়া অফিস জানায়, আজ বৃষ্টির আগে গত কয়েক দিন রাজধানীতে তাপমাত্রা ছিল গড়ে ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টির পর আজ তাপমাত্রা কমেছে।
অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকদিন হালকাসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (০৯ জুন) সকালেও ঝলমলে রোদ ছিল আকাশে। একই সঙ্গে ছিল তীব্র তাপপ্রবাহ। বেলা ১১টার দিকে প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। এ সময় বিভিন্ন জায়গায় ধুলো উড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে নামে জোর বৃষ্টি। এই বৃষ্টিতে পথচারীদের অনেকে বেকায়দায় পড়ে যান।
এ সময় অনেক স্কুল ছুটি হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকেরা দুর্ভোগ পোহান। ছোট বড় অনেকে অবশ্য বৃষ্টিতে ভিজে মজা করেছেন। বৃষ্টি হওয়াতে কিছুটা ভোগান্তি হলেও অস্বস্তিকর গরমে স্বস্তি ফিরেছে জনজীবনে বলেন পথচারীরা।
সময় জার্নাল/এলআর