মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ছাগল বিক্রির টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে মাবিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূরগলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পালিবটতলী এলাকার গুচ্ছগ্রাম এলাকায় এঘটনা ঘটে।
খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে। নিহত মাবিয়া আক্তার নবাবগঞ্জ উপজেলার কয়রাপুর গ্রামের মজিদুল ইসলামের মেয়ে ও গুচ্ছগ্রামের মইদুলের স্ত্রী।
স্থানীয়রা বলেন, শুক্রবার দুপুরে ছাগল বিক্রির টাকা নিয়ে স্বামি-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামীর উপর রাগ করে মাবিয়া আক্তার নিজের ঘরের ভিতর রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম বলেন, গলায় ফাঁস দেওয়া এক নারীর লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের
জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় হাকিমপুর থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়েছে।
এমআই