নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমএএস গবেষক আবুল কালাম মোহাম্মদ মাকসুদুল আলম-এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল, ২০২১ বেলা ১১.০০ টা থেকে জুম অ্যাপসে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ইমন সালাউদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে পঠিত প্রবন্ধের শিরোনাম: 'সিরাজুল ইসলাম চৌধুরীর সাহিত্য-বিষয়ক প্রবন্ধ'। পঠিত প্রবন্ধের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ড. ইয়াহ্ইয়া মান্নান, ইমন সালাউদ্দিন ও এমএএস গবেষক শামিমা আখতার খান।
বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সৌমিত্র শেখর। গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. ফজলুল হক। সেমিনারে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আবু মো. ইকবাল রুমী শাহ্।
উক্ত সেমিনারে এমএএস, এমফিল ও পিএইচডি প্রোগ্রামের বিভিন্ন গবেষক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/ইম