হাবিপ্রবি প্রতিনিধি: "একতাই শক্তি,একতাই বল, মাদক ছেড়ে মাঠে চল "স্লোগানকে সামনে রেখে রবিবার (১২জুন) রাত ৮:৩০ টায় তাজউদ্দিন আহমেদ হল কর্তৃক আয়োজিত "প্রেসিডেন্ট কাপ অফ তাজউদ্দীন আহমেদ হল" এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান হলের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদ হল এর হল সুপার ড. মোঃ শাহানুর কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হল সুপার ডা. মোঃ হোসনে মোবারক মিঠু। এছাড়াও উপস্থিত ছিল ৫টি টিমের মালিক পক্ষ ও খেলোয়াড়গণ ।
তাজউদ্দীন হল মাঠে আগামী ১৭ই জুন থেকে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। শোয়েবের নেতৃত্বে "ক্র্যাক প্লাটুন", তৌসিফের নেতৃত্বে 'মুজিব সোলজার ৭১", মোস্তফার নেতৃত্বে "ঈগল হান্টারস অফ ৭১" রাজীবের নেতৃত্বে "তাজউদ্দীন অ্যাভেঞ্জারস" এবং তুহিনের নেতৃত্বে "ওয়ারিয়র গেরিলা" এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এই খেলোয়াড় নিলামে ৪ টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার ড. মোঃ শাহানুর কবির বলেন, এ ধরনের ব্যতিক্রমী চিন্তাধারাকে আমরা সাধুবাদ জানায়। এই টুর্নামেন্টে যথাসাধ্য সহযোগীতা করবে হল প্রশাসন। তবে ফুটবল যেহেতু শারীরিক খেলা সেহেতু সবাইকে সাবধানে খেলার জন্য অনুরোধ করেছেন এবং সুষ্ঠ ও সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজন ও শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করে খেলোয়াড় নিলামের উদ্বোধন ঘোষণা করেন।
সময় জার্নাল/এলআর