মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তরপাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের ঘটনায় মজিবুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
১৪ জুন মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানা পুলিশ নিহত মজিবুর রহমানের লাশ উদ্ধার করেছে।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তরপাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে মজিবুর রহমানে সাথে প্রতিবেশী বুদু সেখ (৬০)এর দ্বন্দ্ব চলে আসছিলো ।
মঙ্গলবার সকালে নিহত মুজিবুর রহমান জমিতে গাছ লাগাতে যায়। ঘটনার খবর পেয়ে বুদু সেখের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা সৃষ্টি করে। এই নিয়ে দুই পক্ষের মধ্য কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে বুদু সেখ মুজিবুর রহমানকে ধাক্কা মেরে জমিতে ফেলে দিয়ে নর্দামাযুক্ত পানিতে চেপে ধরে।
ওই অবস্থায় শাষরুদ্ধ হয়ে মজিবুর রহমান মারা যায়। ঘটনার পরেই ঘাতক মুজিবুর রহমান পলাতক রয়েছে।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মুজিবুর রহমানের লাশ উদ্ধার করে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
সময় জার্নাল/এলআর