গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ছিলেন , সংসদ সদস্য, মুন্সিগঞ্জ - ৩, ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ , অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ ,ঘরে ঘরে বিদ্যুৎ, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, আশ্রয়ন প্রকল্প, নারির ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশ , একটি বাড়ি একটি খামার প্রকল্প।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সীগঞ্জ,মোঃ আব্দুল কাদির মিয়া , উপজেলা সহকারী কমিশনার ভূমি ,সৈয়দা ইয়াসমিন সুলতানা , সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রেফায়েত উল্লাহ খান তোতা (সি আই পি ), ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খোকন নেকি, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান প্রমুখ।
সময় জার্নাল/এলআর