শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষা-২০২২ স্থগিত

শুক্রবার, জুন ১৭, ২০২২
দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষা-২০২২ স্থগিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:

বন্যা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১৯ জনু ২০২২ তারিখ হতে থেকে সারা দেশে একযোগে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা-২০২২ এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তিতে এ পরীক্ষার সময়সূচী জানানো হবে।

শুক্রবার (১৭ জুন-২০২২) তারিখ দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান কৃর্তৃক স্বাক্ষরিত সংবাদপত্রে পাঠানো একপত্রে এ তথ্য জানানো হয়েছে। 

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৭৩ হাজার ৯১৬ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৭৩ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবারে পরীক্ষার্থী কমেছে ২১ হাজার ৭৭৯ জন। যা গতবারে ছিল ১ লাখ ৯৫ হাজার ৭৪০ জন। এবারের ১ লাখ ৭৩ হাজার ৯১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮৭ হাজার ৫৯১ জন ও ছাত্রী ৮৬ হাজার ৩৭০ জন। 

আগামী ১৯ জুন হতে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল