জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আরো দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
আজ শুক্রবার (১৭ জুন) দুপুর ১.৩০ মিনিটে জেলার রাণীশংকৈল উপজেলার গোগরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুলের ছেলে তিলক (১৮) ও পীরগন্জ উপজেলার বাশগাড়া গ্রামের জগেনের ছেলে জয় (১৮)।
সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, জুম্মার নামাজের সময় পীরগন্জ থেকে রাণীশংকৈল আসার পথে ও রাণীশংকৈল থেকে পীরগঞ্জ যাওয়ার সময় গোগড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তাৎক্ষণিকভাবে দুইজন মারা যায়৷ সাথে থাকা আরো দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সময় জার্নাল/এলআর