ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলার করোটা এলাকায় বাড়িতে ঢুকে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আহত এক ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । আহত আরেক ডাকাতকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানিয়েছেন,গত মধ্যরাতে সদর উপজেলার করোটা গ্রামে খাদ্য বিভাগের কর্মচারি আবু হানিফের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ৪ ডাকাত।অস্ত্রের মুখে তারা পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করে।
এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে হাসেম(৪০) ও আব্দুল হান্নান(৩৩) নামে ২ ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে হাসেমের মৃত্যু হয়। এ ঘটনায় আবু হানিফের ছেলে রনি বাদি হয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহত ডাকাত আব্দুল হান্নানকে চিকিৎসাধিন অবস্থায় আটক করা হয়েছে। হতাহত দু ডাকাতের বাডি নাটোর সদর উপজেলার গুনারীগ্রামে।তাদের বিরুদ্ধ একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
সময় জার্নাল/এলআর