সিলেট প্রতিনিধি:
বন্যার পানিতে ডুবে আছে সিলেট। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও বিপজ্জনক হচ্ছে। এরই মাঝে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়েছে বন্যার পানি। দুপুরে হাসপাতালের নিচের ওয়ার্ডগুলো প্লাবিত হতে শুরু করে। নেই বিদ্যুৎ সংযোগ।
শনিবার সরজমিন দেখা যায়, হাসপাতালের কেন্দ্রীয় জেনারেটর পানির নিচে তলিয়ে রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ, সার্জারি, নবজাতক শিশুদের বিশেষায়িত ওয়ার্ড স্কেনো, প্যাথলজি বিভাগ, মেডিসিন বিভাগ, প্রিজন ওয়ার্ড, এমআরআই, সিটি স্ক্যান মেশিন কক্ষে ঢুকেছে পানি।
দুপুরে হাসপাতালের জেনারেটর রুমে পানি ঢোকায় বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ। হাসপাতালে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। নিচতলা থেকে ফ্রিজ উপর তলায় তোলা হলেও বিদ্যুৎ না থাকায় জমতে শুরু করেছে ১৫০ ব্যাগ রক্ত। বিদ্যুৎ সরবরাহ না থাকায় বিঘ্ন ঘটছে হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীরা পড়েছেন বিপাকে।
হাসপাতাল থেকে মিলছে না পর্যাপ্ত সেবা। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। নগরীর অধিকাংশ এলাকার দোকানপাট বন্ধ থাকায় মিলছে না প্রয়োজনীয় সামগ্রী।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, এই বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে কয়েকটি ছোট ছোট জেনারেটর দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।
এমআই