ক্রীড়া প্রতিবেদক, ঢাকা : নির্ধারিত সময়ের শেষ মিনিটের খেলা চলছে। বিমান বাহিনীর পয়েন্ট ৫৯, সেনাবাহিনীর ৫৭। শেষ ১৪ সেকেন্ডে চিত্র বদল। ফ্রি থ্রোতে দুটি পয়েন্ট সেনাবাহিনীর। স্কোর সমতা ৫৯-৫৯। সাত সেকেন্ডের মতো খেলা বাকি। দুটি ফ্রি থ্রো পায় বিমান বাহিনী। কিন্তু ভাগ্য খারাপ একটি পয়েন্টও আসেনি। এখানেই যেন হেরে যায় বিমান। স্কোর সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৫ মিনিটে। তুঙ্গস্পর্শী উত্তেজনায় সেখানে রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৭ এপ্রিল) ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বাস্কেটবল (পুরুষ) ইভেন্টের সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীকে ৭০-৬৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। অপর সেমিফাইনালে রাজশাহী জেলাকে এক প্রকার উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী।
৪০ মিনিটের ম্যাচ। পদক নিশ্চিতের লড়াইয়ে সেনাবাহিনী ও বিমান বাহিনীর লড়াইটা হলো আসলেই দেখার মতো। প্রতি মুহূর্তে মিশে ছিল উত্তেজনা। প্রথম কোয়ার্টার থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শুরু। যেখানে সেনাবাহিনী এগিয়ে থাকল ১৬-১৫ পয়েন্টে।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে এগিয়ে থাকা সেনাবাহিনীকে চতুর্থ কোয়ার্টারে চেপে ধরে বিমান বাহিনী। ১৫-৭ পয়েন্ট পায় বিমান। নির্ধারিত সময় সমতা। অতিরিক্ত পাঁচ মিনিটের খেলায় ১১-৭ পয়েন্ট করে ম্যাচ জিতে নেয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর হয়ে আলমগীর সর্বোচ্চ ১৪ পয়েন্ট করেন। ১৩ পয়েন্ট মিজানুরের। বিমান বাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোরার তারেক, ৩০ পয়েন্ট। শামসুল করেন ১৩ পয়েন্ট।
দিনের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ১১৬-৫৬ পয়েন্টে উড়িয়ে দেয় রাজশাহী জেলাকে। নৌবাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোরার মিথুন, ২৪ পয়েন্ট। সোয়াদ করেন ১৮ পয়েন্ট। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট করেন হ্যারি।
একই ভেন্যুতে বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বর্ণ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে সেনাবাহিনী ও নৌবাহিনী।
সময় জার্নাল/আরইউ