নিজস্ব প্রতিনিধি: সৌদি সরকার বাংলাদেশের জন্য হজের কোটা বৃদ্ধি করায় এ বছর আরো দুই হাজার ৪১৫ জন বাংলাদেশী হজ পালন করতে পারবেন।
বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠি অনুযায়ী, চলতি বছরের হজের জন্য সৌদি সরকারের বরাদ্দ করা আরো দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর বর্ধিত কোটা বাংলাদেশ গ্রহণ করেছে।
সৌদি হজ কাউন্সিলরকে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় বাকি দুই হাজার তিন শ’ জনের কোটা নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে।
হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের জন্য ৫ জুন থেকে ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে শেষ ফ্লাইট যাবে ৩ জুলাই। ফিরতি ফ্লাইট ১৪ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে। মঙ্গলবার পর্যন্ত ২৬ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
সময় জার্নাল/এলআর