নিজস্ব প্রতিবেদক:
কলি সরকারের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তিন ভাই-বোনের মধ্যে ছোট তিনি। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ব্যাংকে চাকরি হলেও সন্তানের কথা চিন্তা করে যোগন দেননি তাতে। পরে ই-কমার্স উদ্যোক্তা হয়েছেন কলি সরকার। ফেসবুক পেজ ‘Uddipta charu’-এর মাধ্যমে দেশীয় পণ্যের ব্যবসা করছেন তিনি। বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলপাটি, দেশীয় শাড়ি ও থ্রিপিস এবং দেশীয় শালের ব্যবসা তার।
নিজ উদ্যোগের বিষয়ে কলি সরকার বলেন, ‘ব্যবসার শুরুর দিকে ফেসবুক গ্রুপ উইতে (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) যুক্ত হই। উইর সভাপতি নাসিমা আক্তার নিশা আপুর মতো দক্ষ ব্যক্তিত্বের সাহচর্য পেয়ে অভিভূত হয়েছি। শুরুতে পরিবারের সদস্যদের অমত থাকলেও পরে স্বামীসহ সবাই সহযোগিতা করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমি সততার সঙ্গে ব্যবসা করে ধীরে ধীরে ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছি। ক্রেতাদের আস্থা ধরে রাখার চেষ্টা করি সব সময়। কিছু মানুষ বার বার আমার কাছ থেকে পণ্য কিনছেন, যা আমার ব্যবসার সফলতার সূত্র বলা যায়।’
‘আমি জামদানি কটি এবং জামদানি বো টাই দিয়ে ফিউশন করেছি। ভবিষ্যতে এমন কিছু ফিউশন করব, বিদেশেও যার গ্রহণযোগ্যতা থাকবে। এছাড়া, দেশীয় শীতলপাটি নিয়ে অভিনব কিছু ফিউশনের পরিকল্পনা আছে,‘ বলেন কলি সরকার।
উদ্যোক্তা জীবনের এক বছরে উই থেকেই অনলাইনে প্রায় লাখ টাকার পণ্য বিক্রি করেন কলি সরকার। ‘Uddipta charu’-এর মাধ্যমে দেশীয় ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান তিনি। দেশের ঐতিহ্যের সঙ্গে থাকতে ভালো লাগায়, এটি নিয়ে সামনে এগিয়ে যেতে চান কলি সরকার।
এমআই