নিজস্ব প্রতিবেদক:
বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বিদেশে উচ্চশিক্ষার পরামর্শদাতা প্রতিষ্ঠান টিসিএল গ্লোবাল লিমিটেড।
বৃস্পতিবার (২৩ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সুনামগঞ্জ জেলায় কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
টিসিএল সহকারী মহাব্যবস্থাপক এস এস সালাহ উদ্দীন এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সিলেট ব্রাঞ্চের ম্যানেজার রাজন কুমার দেবসহ টিসিএল গ্লোবালের একটি টিম সুনামগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন ও এর আশপাশের এলাকায় ত্রাণ বিতরণ করেন।
এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্যোশাল সার্ভিস অফিসার মোহাম্মদ শাহীনূর আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদ আহমেদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় টিসিএল এর টিম ৫০০টি পরিবারের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করেন। যার মধ্যে ছিল চাল,ডাল, চিড়া, আলু, বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন।
টিসিএল এর মহাব্যবস্থাপক এসময় দুর্গতদের সহায়তার জন্য সবাইকে সাধ্যমত চেষ্টা করার আহবান জানান।
উল্লেখ্য টিসিএল গ্লোবাল সামাজিক দায়বদ্ধতার কথাটি মাথায় রেখে বিভিন্ন সময় দুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতে টিসিএল ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে একাজে প্রতিষ্ঠানটি আরো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এস এম সালাহউদ্দিন।
এমআই