খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া বাজার ইয়াতিমখানা নূরানি হাফেজিয়া ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়।
শুক্রবার দুপুরে জুম’আর নামাজ শেষে ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন ওই মাদ্রাসার সভাপতি ডাঃ সাহাবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির সভাপতি ও মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,মাদ্রাসার সাধারণ সম্পাদক আবু হোসেন,মাদ্রাসার সদস্য ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় (সদ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,উপদেষ্টা সদস্য ও প্রাক্তন শিক্ষক আবু সায়েম হোসেন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,কিশোরগঞ্জ উপজেলার একমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যার কোন প্রচার প্রচারণা ছাড়াই দেড় শতাধিক শিক্ষার্থী আবাসিক শাখায় থেকে পড়ালেখা করে আসছে। মাদ্রাসার অর্থ বিভিন্ন এলাকার মানুষ খুশি হয়ে যে পরিমান সহায়তা করছেন তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীসহ অন্যান্য খরচ চললেও কোন টাকা উদ্বৃত্ত থাকে না।
বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী ভর্তি হতে চাইলেও আমরা জায়গার অভাবে ভর্তি করাতে পারি না। বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন,আপনি যে ভাবে দেশের উন্নয়ন করছেন এবং ইসলামী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন সেই আলোকে মাগুড়া বাজার ইয়াতিমখানা নূরানি হাফেজিয়া ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার দিকে একটু সু-দৃষ্টিতে তাকালে এই প্রতিষ্ঠান একদিন মাথা উঁচু করে দাড়াবে।
সময় জার্নাল/এলআর