ফরিদপুর প্রতিনিধি:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে (শনিবার) এক বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ র্যালীতে অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ জামাল স্টেডিয়াম এসে শেষ হয়। সেখানে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর আগে সকাল সাড়ে আটটায় জেলা পুলিশের উদ্যোগে একটা বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এমআই