সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক: ত্রিপলে ঢেকে, পিকআপে লুকিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন চালকেরা। ছবি আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাওয়া টোল প্লাজায় তোলাত্রিপলে ঢেকে, পিকআপে লুকিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন চালকেরা। ছবি আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাওয়া টোল প্লাজায় তোলাছবি: ফয়সাল হোসেন ফেরিতে পদ্মা নদী পারাপার বন্ধ। সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে সরকারি নিষেধাজ্ঞা। পিকআপে মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়াতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই কৌশলে মোটরসাইকেল পিকআপে তুলে সেগুলো ত্রিপলে ঢেকে মালামালের গাড়ি বলে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন দক্ষিণাঞ্চলগামী মোটরসাইকেল আরোহীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাওয়া টোল প্লাজায় এমন চিত্রই দেখা গেছে। তবে বাস-ট্রাক প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন টোল প্লাজার সামনে আসছে। কোনো রকম অপেক্ষা ছাড়াই এসব যানবাহন টোল পরিশোধ করে সেতুতে উঠে গন্তব্যের দিকে যাচ্ছে। পিকআপের ওপর থাকা মোটরসাইকেল আরোহী আমির হোসেন জানান‘ফেরি চলে না। সেতুতে নিষেধাজ্ঞা। গতকাল সোমবার সকালে পিকআপে মোটরসাইকেল পার করা হলে দুপুরের পর থেকে সেভাবেও পার হতে দেওয়া হচ্ছে না। তাই মাওয়া প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রতি এক হাজার টাকায় পিকআপ ভাড়া করা হয়েছে। সে পিকআপে জাজিরা প্রান্ত পর্যন্ত যেতে আমার মতো আটজনের মোটরসাইকেল তোলা হয়েছে। আমাদেরসহ মোটরসাইকেলগুলোকে ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। এমন করে সেতু পার হতে হবে।’ আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাব্বি মিয়া নামের আরও এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘ছিলাম মানুষ। সঙ্গে মোটরসাইকেল থাকায় সেতু পার হওয়ার জন্য এখন পণ্য বা মাল হতে হচ্ছে। ত্রিপলে মুড়ে মোটরসাইকেল নিয়ে সেতু পার হতে হচ্ছে।’ গত রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনার পর সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সরকার। এতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মোটরসাইকেল আরোহী যাঁরা ঢাকায় গিয়েছিলেন অথবা কাজের তাগিদে ঢাকায় থাকেন, তাঁরা মাওয়া টোল প্লাজা প্রান্তে এসে বিড়ম্বনায় পড়ছেন। মাদারীপুরের পুরোনো বাজার এলাকার বাসিন্দা রাজীব আহসান বলেন, ‘সেতু বানিয়ে কী লাভ হলো আমাদের! উল্টো ক্ষতি হলো। না পারি সেতুতে চলতে, না চলে ফেরি। ১০০ টাকার টোল এখন ৮০০ থেকে ১০০০ টাকা দিচ্ছি পিকআপে। এই গরমের মধ্যে পিকআপে যেতে হচ্ছে ত্রিপলে মুড়ে। কাকে বলব এ কষ্টের কথা!’ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। পিকআপে খোলাভাবে যেতে দেওয়া হচ্ছে না। তবে মালামাল হিসেবে মোটরসাইকেল পারাপার করা যাবে। যাত্রীসহ মোটরসাইকেল পারাপারে কর্তৃপক্ষ থেকে মৌখিক নিষেধাজ্ঞা আছে।পদ্মা সেতুতে তৃতীয় দিনে যান চলাচল স্বাভাবিক, ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা সেতু ও ফেরিতে মোটরসাইকেল পার করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মোটরসাইকেল আরোহীরা। ভোগান্তি ছাড়াই সেতুতে উঠতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা। মোটরসাইকেলে করে পদ্মা সেতু পার হতে আসা ব্যক্তিদের ফিরিয়ে দিচ্ছেন সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভায়াডাক্টে পণ্যবাহী ট্রাক উল্টে আহত ৩আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, তাঁদের মধ্যে চালক ও চালকের সহকারীর অবস্থা গুরুতর। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনা ‘আমি এখন কোন পথে বাড়ি যাব’গতকাল রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনার পর আজ সোমবার সকাল থেকে সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মোটরসাইকেলের আরোহী, যাঁরা ঢাকায় ... সকালে সেতু দিয়ে পিকআপে করে মোটরসাইকেল পারাপার করা হলেও দুপুরের পর থেকে সেটিও বন্ধ করে দেওয়া হয়পদ্মা সেতুর ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে জরিমানাওই ব্যক্তিরা ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে স্বীকার করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কেউ যাতে সরকারি বিধিনিষেধ অমান্য না করতে পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল