মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাজে অধিক সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ট্রাফিক মোহাম্মদ জাহাঙ্গীর কবির
উপস্থিত হয়ে এই গণশুনানিতে অংশগ্রহন করেন।
আজ বুধবার বেলা ১১টায় পানামা হিলি পোর্টের সভাকক্ষে অনুষ্ঠিত ওই গণশুনানীতে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও আমদানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম, আমদানি কারক
গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাক, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়ার হাউস সুপার রাসেল শেখ, পানামা হিলি পোর্টের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার শ্যানাল, বন্দরের শ্রমিক নেতা গোলাম মোরশেদসহ অন্যরা অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা বন্দরের আমদানি রফতানি বানিজ্যের বিভিন্ন সুবিধা-অসুবিধা গুলো তুলে ধরেন এবং বন্দরের রাস্তা-ঘাট মেরামত ও সম্প্রসারণে জোর দাবি জানান।
পরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ট্রাফিক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
সময় জার্নাল/এলআর