নিজস্ব প্রতিবেদক: প্রলয়ঙ্করী বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের আশি ভাগের বেশি ভূমি পানিতে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ এখন গৃহহীন, সহায়-সম্বলহীন। বেঁচে থাকার জন্য দুর্দিনে দু'মুঠো খাবার জোগাড় করাই বড় যুদ্ধ। তাই এসব বন্যার্তদের ত্রাণ সহায়তা দিতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ততরী।
মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় ও রাতে কুরিগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুর চর এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তারা। এর আগে সোমবার কুরিগ্রামের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে ট্রাক ভর্তি খাদ্যসামগ্রী নিয়ে রওনা হন মুক্ততরীর স্বেচ্ছাসেবী দল।
মুক্ততরী জানায়, বন্যার্তদের পাশে দাঁড়াতে গত ২৭ তারিখ সন্ধ্যায় এবং রাতে দুই ভাগে মুক্ততরীর সেচ্ছাসেবীরা বন্যার্তদের জন্য উপহার সামগ্রী নিয়ে রওনা হয় কুড়িগ্রামের উদ্দেশ্যে। গাড়ীর যান্ত্রিক ত্রুটির জন্য কুড়িগ্রাম পৌছাতে বিকেল হয়ে যায়। এবং সেই বিকেল থেকে রাত অবধি মুক্ততরীর সেচ্ছাসেবী দল কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুর চর এলাকায় বন্যার পানিতে আটকে থাকা পরিবারের মাঝে পৌঁছে দেয় ত্রাণসামগ্রী।
এমআই