রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজীবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি '১৯৯৮ ব্যাচ ঢাকা গ্রুপের' সহযোগীতায় এবং রংপুর বিভাগীয় গ্রুপের সার্বিক তত্বাবধানে ৪শত বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে রাজীবপুরে উপজেলার উপজেলার মুন্সি পাড়া,ফাটক পাড়া,মেম্বার পাড়া,কাচারি পাড়া,বড়াইডাঙ্গী পাড়া,বড়বের চর,কিত্তনতারী চড়,কাদেরের চর এবং অষ্টিমের চর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণের প্যাকেটে ছিল, চাল,ডাল,তেল,আলু,লবন,চিনি, লাচ্ছা,পেঁয়াজ, স্যালাইন,নাপা ট্যাবলেট এবং সাবান।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, এসএসসি ৯৮ ব্যাচ ঢাকা গ্রুপের আরিফুল হায়দার, জিয়াউর রহমান, নাদিরুজ্জামান সবুজ, বাবু ও নাজমুল,রংপুর বিভাগীয় গ্রুপের মধ্যে ছিলেন, আমজাদ হোসেন, বিপ্লব, রোস্তম মাহমুদ লিখন, বকুল, তৌহিদ ও আনিস প্রমুখ।
ত্রাণ পেয়ে রহিমা খাতুন নামের এক ষাটোর্ধ বৃদ্ধা বলেন,মাইনষের কাছে চায়া চিন্তা খাই বানের জন্য তাও বন্ধ। এই চাল ডাইল পাইয়া খুব উপকার হইল।
সময় জার্নাল/এলআর