দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
শিক্ষক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে গোপালগঞ্জে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে শুক্রবার( ১লা জুলাই) সকাল ১০ টায় এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, গোপালগঞ্জ সদর উপজেলা শাখা ।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশ প্রতিষ্ঠান প্রধান পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার মৃধা, প্রধান শিক্ষক অসীম বাড়ৈ প্রমূখ।
সময় জার্নাল/এলআর