নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে রয়েছেন বানভাসি অসহায় মানুষ। কাজকর্ম না থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়ছেন অনেকে। এসব বানভাসি অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে কেইবি ইয়ুথ ক্লাব।
আজ শনিবার জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর বিল পাড়া, ফটক পাড়া, মধ্যের চরের কয়েকটি গ্রামের বানভাসি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু ও বিস্কুট বিতরণ করে সংগঠনটি।
কেইবি ইয়ুথ ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম জুয়েল বলেন, আমরা ঢাকা থেকে পত্রিকায় দেখেছি কুড়িগ্রামের মানুষের দুর্দশার অবস্থা। তাই ক্লাবের সদস্যদের সহযোগিতায় রাতের গাড়িতে এখানে ছুটে এসেছি। এখানকার মানুষের সাথে দেখা করতে পেরেছি। সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি।
বিলপাড়া গ্রামের কুদরত আলী ত্রানের নৌকা দেখে পানির মধ্যে সাতার দিয়ে নৌকায় আসেন। আহাজারি করে তিনি বলেন, আমাদের বাড়িতে কেউ খাবার সাহায্য দেয় না। সবাই নৌকা বোজাই করি হামার বাড়ির সামনে দিয়ে যায় তবুও হামাক দেয় না। তাই সাতার দিয়ে মুই চলে আসলেম। খাবারের বস্তা পেয়ে অশ্রুসিক্ত হয়েছেন কুদরত আলী।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কেইবি ইয়ুথ ক্লাবের সদস্য অরিয়ন আহমেদ, মোঃ আসিফ, মোঃ সোহান, স্থানীয় গণমাধ্যমকর্মী সোহেল রানা স্বপ্ন, শহিদূর রহমান, শাহাদাৎ হোসেন, আমজাদ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নজরুল, ফারুক, দুলাল, মাহাবুব, লাবিবা, জাহিদ, সুমাইয়া প্রমুখ।
এমআই