গোলাম আজম খান,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের খুরুশকুলে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দীন (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ফয়সাল উদ্দিন খুরুশকুল ইউনিয়নের দক্ষিন ডেইলপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে। এবং সদর উপজেলা ছাত্র লীগের যুগ্ম সম্পাদক। আজ রবিবার (৩ জুলাই) রাত সাড়ে ৭টারদিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে রাত সাড়ে ৭টারদিকে বাড়ি ফেরারপথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০/১২ জনের একদল লোক হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, রোববার রাত সোমবার (০৪ জুলাই) বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে রোববার রাত থেকেই অভিযান শুরু করে। এতে সোমবার সকাল পর্যন্ত খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকা সন্দেহ হওয়ায় ৬ জনকে গ্রেফতার দেখানো হয়।
সেলিম উদ্দিন আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে সোমবার বেলা ১২টায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত স্বজনদের কাছ থেকে কোন এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে গ্রেফতারদের মামলায় আসামী দেখানো হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।
সময় জার্নাল/এলআর