রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ মৃত্যু বরণ করেছেন।
উপজেলা প্রশাসন ও পারিবারিক সূত্র জানা গেছে সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার একটি মিটিংয় চলাকালে তিনি অসুস্থ হয়ে পরে।তাৎক্ষণিকভাবে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
রংপুর যাওয়ার পথে চিলমারী উপজেলায় পৌছালে তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে পরেন।এসময় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, শুনেছি আমাদের উপজেলা চেয়ারম্যানের আগে থেকেই হৃদরোগের সমস্যা ছিলো। বিকেলের দিকে উপজেলা পরিষদে একটি মিটিং চলাকালে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে উনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ রংপুরে নেওয়ার পরামর্শ দেন। পথিমধ্যেই তিনি মৃত বরণ করেছেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পুলক কুমার বলেন,সন্ধা রাতে ‘উপজেলা চেয়ারম্যানকে হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক বরাতে তিনি আরও বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা ধারণা করছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।
উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রৌমারী উপজেলায়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।
সময় জার্নাল/এলআর