এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ২টার দিকে জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান শিকদারের এ্যাপাসি ঢাকা মেট্রো-ল-৩৪-৯৬৬৯ নং গাড়িটি পুড়িয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্ত্রীর চাকুরীর সুবাদে হাসান শিকদার স্বপরিবারে ১০১ নং এনায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতে গাড়িটি স্কুল ভবনের নিচে থাকা অবস্থায় কেউ তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই মোটরসাইকেলের কাছে থাকা ৫ মন ধান পুড়ে যায়। অপর একটি মোটরসাইকেলেরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা হাসান শিকদার বলেন, শত্রুপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে গাড়ি পুড়িয়ে দিয়েছে।
থানার ওসি(তদন্ত) মো. শাজাহান আহমেদ বলেন, খবর পেয়ে গতকাল সোমবার বেলা ১০টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সময় জার্নাল/এলআর