আন্তর্জাতিক ডেস্ক:
হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর উক্তি করা বিজেপি নেত্রী নূপুর শর্মাকে আর সময় দিতে রাজি নয় কলকাতা পুলিশ। লুকআউট নোটিস জারি করার পর সশরীরে হাজিরা দেওয়ার জন্য আবার নূপুর শর্মাকে নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ।
নারকেলডাঙ্গা ও আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআরের ভিত্তিতে প্রথম নোটিস পাঠানো হয়েছিল নুপুর শর্মাকে। তিনি চার সপ্তাহের সময় চান। এরপর কলকাতা পুলিশ এবং জেলা পুলিশের কাছে নূপুর শর্মার বিরুদ্ধে আরও এফআইআর হয়। এরপর প্রথমে লুকআউট নোটিস। পরে আবার হাজিরার নোটিস পাঠানো হলো। নূপুর শর্মা যদি এই নোটিসের জবাবে ফের সময় চান তাহলে আর তা মানবে না কলকাতা পুলিশ- এমনটাই জানা গেছে।
সেক্ষেত্রে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা।
এমআই