মুহা: জিল্লুর রহমান, সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগরে দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
উপজেলার ট্যাংরাখালি গ্রামে শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন আমির হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রামজাননগর ইউনিয়নের ট্যাংরাখালি গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে এবং একই গ্রামের আব্দুল কাদের।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মেম্বার আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ লালটুর সাথে একই গ্রামের সাবেক মেম্বার আব্দুল বারীর সঙ্গে ঝগড়া হয়। দু'জনের কথা কাটাকাটির একপর্যায়ে তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত আটটা পর্যন্ত টানা এক ঘন্টা ধরে সংঘর্ষে চালাকালে আমির হোসেন নামের একজন নিহত হয়। এ ঘটনায় উভয় পক্ষের ২০-২৫ জন লোক আহত হয়। তাদের মধ্যে ছাকাত শেখের পুত্র আব্দুল কাদের কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে। আজ শনিবার ভোর রাতে আব্দুল কাদেরের মৃত্যু হয়।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের মধ্যে ১৫ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমআই