আমিনুল ইসলাম বুলবুল:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে রয়েছে প্রাচীনতম একটি জমিদার বাড়ি। জমিদার বাড়ির প্রবেশ মুখে চোখে পড়বে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন উলানিয়া জমিদার বাড়ি জামে মসজিদ।
১৮৬১ সালের দিকে এই মসজিদ নির্মাণ করা হয়। তখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়াও রমজান মাসে তারাবি নামাজসহ নানান ইবাদত বন্দেগিতে মসগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মোঘল রীতিতে তৈরি এবং অনেকটা তাজমহল আকৃতির। মসজিদের ভিতরে পশ্চিম দিকে একটি মিহরাব রয়েছে। বাহিরের চীনা মাটির টুকরো দিয়ে শীলা লিপি রয়েছে এবং ভিতর ও বাহিরে ফুল ও লতাপাতার দৃষ্টনন্দন কারুকাজ রয়েছে। ডান দিকের দেয়ালে উৎকীর্ণ কুরআন শরীফের আয়াত ক্ষতিগ্রস্ত হলেও বেশির ভাগ লেখা টিকে আছে।
১৮৬১ সালে প্রতিষ্ঠার পর মসজিদটি কয়েকবার সংস্কার করা হলেও মূল অবয়ব এখনও অক্ষুণ্ন রয়েছে। সর্বশেষ ২০১১ সালের মে মাসে মসজিদটি সংস্কার করা হয়।তবে সংস্কারের পরও মসজিদটি ঐতিহ্য ধরে রাখায় এটি দেখা জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা উলানিয়ায় আসেন।
লেখক: শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।