শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

এসএসসি শুরু ১৫ সেপ্টেম্বর, নভেম্বরে এইচএসসি

শনিবার, জুলাই ১৬, ২০২২
এসএসসি শুরু ১৫ সেপ্টেম্বর, নভেম্বরে এইচএসসি

নিজস্ব প্রতিনিধি: বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী ১৫ সেপ্টেম্বর। রোববার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

চলিত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারদেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল এবার।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল