এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং করেন জেলা প্রশাসক অতুল সরকার।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, আগামী (২১শে জুলাই) বৃহস্পতিবার সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপে) ২৬ হাজার ২২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
তার অংশ হিসেবে ফরিদপুর জেলার নয়টি উপজেলার আশ্রয়ন দুই প্রকল্প হতে তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপে) ৪৫৩ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কবুলিয়ত জমির খতিয়ান, গৃহপ্রদান সহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
ফরিদপুরের মোট ৪৫৩ টি গৃহের মধ্যে আলফাডাঙ্গায় ৩৮ টি, নগরকান্দায় ১০টি বোয়ালমারীতে ৪ টি, ফরিদপুর সদর ১০০ টি, সালথা ৯৮, মধুখালী ৪০ ও ভাঙ্গায় ১৬৩ টি প্রদান করা হবে।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ফরিদপুর জেলার তিনটি পর্যায়ে মোট ৪৯৯৪ টি পরিবারকে গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ২০৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ১৫৭২ টি তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৬৯৬ টি পরিবারকে ছবিসহ গৃহ প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলার ৯ উপজেলায় ১৭২ টি একক স্থানে গৃহ নির্মাণের মাধ্যমে গৃহ হীন দের পুনর্বাসন করা হয়েছে। একক গৃহ নির্মাণের লক্ষ্যে এ জেলায় ৭৪৮.৯ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২১৭ কোটি ৭৩ লক্ষ ৩৪ হাজার ৪৯১ টাকা।
আগামী ২১ শে জুলাই ৪৫৩ টি ঘর সহ এ জেলায় এ পর্যন্ত মোট ৪৭৫৬ টি পরিবারকে প্রদান করা হয়। তৃতীয় পর্যায়ে ১৬৫ টি পরিবারকে ক্রয় ক্রয়-কৃত জমিতে পুনর্বাসিত করার মাধ্যমে ১৩৮৭ টি ভূমি ও গৃহহীন পরিবার পাবে তাদের স্বপ্নের আবাসস্থল।
নগরকান্দা উপজেলার ১২০টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ভূমিসহ গৃহ প্রদানের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। ইতি পূর্বে নগরকান্দা উপজেলায় প্রথম পর্যায়ে ২১৫ টি দ্বিতীয় পর্যায়ে ১১০ টি পরিবারসহ মোট ৪৪৫টি পরিবারকে পুনর্গঠন করা হয়েছে। ফলে ওই পরিবারগুলো সকল সদস্য হয়ে উঠবেন এবং খুঁজে পাবেন নিজের পায়ে দাঁড়ানোর অবলম্বন। ভূমিহীন পরিবারের যারা প্রধানমন্ত্রী উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে ঘরগুলোকে স্থানীয় গ্রোথ সেন্টারের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ তসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ডি ডি এলজির আসলাম মোল্লা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর