আন্তর্জাতিক ডেস্ক:
আগামী দশ দিন চীনের ওপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমদিকে অধিক মাত্রায় তাপদাহ প্রবাহিত হবে। এর ফলে উপকূলীয় অনেক শহরে এরই মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই তাপে গলে যেতে পারে হিমবাহ। তাতে ড্যামগুলো ভেঙে যাওয়ার বা উপচে পানি ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে অনেক স্থানে। সপ্তাহান্তে সেখানে আকস্মিক তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই তাপ থেকে তাপদাহ বা তাপ প্রবাহ শুরু হতে পারে।
তিন দিন বা তারও বেশি সময় তা অব্যাহত থাকতে পারে। চন্দ্রবর্ষের ক্যালেন্ডার অনুসারে শনিবার দিনটি ছিল ‘বিগ হিট’ বা বড় গরমের দিন। এ খবর দিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন ডব্লিউএ টুডে। এতে বলা হয়েছে, ৫ থেকে ১৭ই জুলাই পর্যন্ত যেমন তাপপ্রবাহ ছিল, সেই একই রকম অবস্থা হতে পারে। আরও এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি তাপমাত্রা উঠে যেতে পারে।
রাষ্ট্রীয় মিডিয়াকে এ কথা বলেছেন ন্যাশনাল মেটেরোলজিক্যাল সেন্টারের প্রধান পূর্বাভাসকারী ফু জিয়াওলান।
ন্যাশনাল মেটেরোলজিক্যাল সেন্টারের পূর্বাভাসে বলা হয়েছে, সিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলে ২৯ শে জুলাই পর্যন্ত হিমবাহ গলতে থাকবে। সেই গলিত হিমবাহ নেমে যাবে নদীতে এবং বিভিন্ন ড্যামে। এর ফলে বড় রকমের ঝুঁকি রয়েছে। তারা সতর্কতা দিয়ে বলেছে, কিরগিজস্তান সীমান্তের আকসু নদীর ড্যাম ব্যর্থ হওয়ার উচ্চ ঝুঁকি আছে। প্রশাসন থেকে বলা হয়েছে, এই উত্তপ্ত আবহাওয়ার কারণে অবশ্যই সুনির্দিষ্ট পরিমাণে পাহাড়ে জমা বরফ ও তুষার গলে যাবে।
উত্তর গোলার্ধের এই উত্তাপকে চরম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ১লা জুন থেকে ২০ শে জুলাই পর্যন্ত ইয়েলো রিভার ও ইয়াংসি রিভার অঞ্চলে কমপক্ষে ১০দিন স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ছিল। এ ছাড়া তাপদাহ ছড়িয়ে পড়ে পূর্ব এশিয়া, পশ্চিম ইউরোপ, উত্তর আফ্রিকা ও উত্তর আমেরিকার অনেক অংশে। এর ফলে অনেক দেশে দেখা দেয় দাবানল। বিজ্ঞানীরা সতর্কতা দিয়ে বলেছেন, জলবায়ুর পরিবর্তন এই তাপদাহকে আরো উত্তপ্ত করে তুলবে। এ অবস্থা দেখা দেবে আরও ঘন ঘন।
এমআই