আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল সোমবার থেকে শ্রীলঙ্কায় সরকারি এবং সরকার অনুমোদিত বেসরকারি স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। তবে নিয়মিত ক্লাস হবে না। সপ্তাহে তিন দিন ক্লাস চলবে।
দেশটির শিক্ষামন্ত্রী এই তথ্য জানিয়েছেন। স্কুলের ছুটি আজ রোববার পর্যন্ত বাড়িয়েছিল মন্ত্রণালয়।
দেশটিতে জ্বালানি সঙ্কট এবং পরবিহন সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত ১৯ জুলাই অনলাইনে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তাতে অংশ নিয়েছিলেন মন্ত্রণালয়ের সচিব, ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের (এনআইই) মহাপরিচালক, পরিচালক ও প্রাদেশিক শিক্ষা পরিচালকসহ অতিরিক্ত সচিবরা।
আলোচনার পর সিদ্ধান্ত হয়, সপ্তাহে সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্কুলে স্বশরীরে ক্লাস হবে। আর বুধ ও শুক্রবার, দুই দিন অনলাইনে ক্লাস হবে।
সময় জার্নাল/এলআর