মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের অষ্টম ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে র্যাঙ্ক পরেছেন ক্যাডেট সার্জেন্ট মোঃ হাসানুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সিইউও।
২৫ জুলাই (সোমবার) ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম (বিজিবিএম, পিএসসি), রেজিমেন্ট এডজুটেন্ট মেজর সোলায়মান তালুকদার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিএনসিসির সর্বোচ্চ এই র্যাঙ্কব্যাজ পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিএনসিসিও, পিইউও এবং সামরিক ও বেসামরিক স্টাফবৃন্দ এবং ময়নামতি রেজিমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাডেটবৃন্দ।
মোঃ হাসানুর রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি ক্যাডেট জীবনে রেজিমেন্ট ক্যাম্প, প্রি-ক্যাম্প, ব্যাটালিয়ন ক্যাম্প ও শীতকালীন যৌথ প্রশিক্ষণে সম্মান ও দক্ষতার সাথে অংশগ্রহন করেছেন।
সিইউও হাসান তার র্যাঙ্ক পরার অনুভূতি ব্যক্ত করে বলেন, যেহেতু আমাকে বিএনসিসির সর্বোচ্চ পদ দেওয়া হয়েছে তাই দায়িত্বের ভারও আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমার প্রিয় কুবি বিএনসিসি প্লাটুনের মুখ উজ্জ্বল করতে, চেষ্টা করবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনকে ময়নামতি রেজিমেন্টের শ্রেষ্ঠ প্লাটুন পরিণত করতে।
উল্লেখ্য, গত ৩১ মে ২০২২ তারিখে ময়নামতি রেজিমেন্টের যথাক্রমে ৬, ৭, ৮, ৯ এব ১০ নং ব্যাটালিয়নের সিনিয়র ক্যাডেটরা সিইউও পরীক্ষায় অংশগ্রহণ করে।
সময় জার্নাল/এলআর