মো: মোস্তাফিজুর রহমান রিপন, জেলা প্রতিনিধি (ঝালকাঠি):
তিনটি নদীর মোহনা বেষ্টিত ঝালকাঠির নয়নাভিরাম ইকোপার্কটি রক্ষা ও যথাযথ বাস্তবায়নের দািতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইকোপার্ক রক্ষা কমিটি। সোমবার সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কাযার্লয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ ও পরিবেশ কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ইকোপার্কের মামলায় সরকার পক্ষ হেরে যাওয়ায় এখন পার্কটি ভুমিখেকেদের হাতে চলে যাবার উপক্রম হয়েছে। সরকার পক্ষ আপিলেও কালক্ষেপন করছে বলে বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে ইকোপার্ক রক্ষায় সরকার পক্ষকে আপিল করার আহবান জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসুচী দেয়া হেবে বলে জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি ইকোপার্ক রক্ষা কমিটির নেতা ইলিয়াস হোসেন ফরহাদ, মঈন তালুকদার, সোয়েবুর মোর্শেদ সোহেল, খসরু নোমান, হোসাইন আক্তার, এস এ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
সময় জার্নাল/এলআর